ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মেধাবী সম্প্রদায়ই পারে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ৬, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ:

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্রের স্বার্থে তাদের উঠিয়ে নিয়ে আসতে হবে। একটি মেধাবী সম্প্রদায়ই পারে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে। রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসী সম্প্রদায়কেও সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে ময়মনসিংহের গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

এসময় তিনি আরও বলেন, দেশের একেবারে প্রান্তিক পর্যায়েও সরকারের উন্নয়নের প্রয়াস রয়েছে। এরপরেও সাধারণ ছাত্র-ছাত্রীদের অনেকেই যেখানে পর্যাপ্ত সুযোগের বাইরে থাকে, সেখানে আদিবাসী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সেই সুযোগের হার আরও কম। আদিবাসী মেধাবী শিক্ষার্থীদের মূলস্রোতে নিয়ে আসতে বিভিন্ন গবেষণায় উঠে আসা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় আলোচ্য বিষয়ে আলোচনাপত্র উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম আজহারুল ইসলাম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সভায় অংশগ্রহণকারীগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box