ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আইসিটি
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. চাকরি
  9. জাতীয়
  10. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  11. ধর্ম ও ইসলাম
  12. প্রকৃতি ও পরিবেশ
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
editor
অক্টোবর ১১, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ স্বপন হোসেন:
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার (২৬/৯/২০২৫) বিকেল ০৪:৩০ ঘটিকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতাল সংলগ্ন এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড়ে উৎসব মুখর পরিবেশে দুই হাজারেও অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পাট মহল মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিলে নেতাকর্মীরা বলেন, যে লক্ষ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি পি.আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আজিজুল হক (কাজল), সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক।
পরিশেষে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সমাপনী বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পি.আর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।