ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ১৩, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ স্বপন হোসেন:

রোববার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত গভর্নিং বডির সভাপতি পাকুন্দিয়া উপজেলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক মোঃ আজিজুল হক কাজলের সভাপতিত্বে মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ তৈয়বুজ্জামান, সাবেক সভাপতি মাওলানা মোঃ বোরহান উদ্দিন, নবগঠিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম ফকির মতি প্রমুখ।

সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৩ (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, ‘জামায়াতে ইসলামী করে এমন কোনো শিক্ষক যদি আপনার (প্রিন্সিপাল) ডিসিপ্ল্যান মানতে কোনোরকম ঢিলেঢালা ভাব দেখায় আপনি এটা আমাকে বলবেন। আমি আপনাদেরকে স্বাক্ষী রেখে এ কথাটা বললাম। জামায়াতে ইসলামী করে এ কারণে ছাড় দিবেন। নো নিড, এটা দরকার নেই। এটা করবেনও না। এখানে যখন ঢুকে তখন তিনি শিক্ষক। সবাইকে ডিসিপ্ল্যান ও নিয়মানুবর্তিতা মানতে হবে’।

সভায় নবগঠিত গভর্নিং বডির সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box