২৮ নভেম্বর ঢাকায় আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ আলোচিত বক্তা ডা. জাকির নায়েক। তিনি প্রথমবারের মতো ঢাকায় আসছেন। ঢাকায় আগমন নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ গণমাধ্যমকে জানান, “সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তিনি তাঁর নিজস্ব একটি বিশেষ ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজনের পরিকল্পনা চলছে। তবে এখনো চূড়ান্ত ভেন্যু নির্ধারণ হয়নি।
রাজ বলেন, “আমরা আশা করছি আগামী ২০ অক্টোবরের পর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. জাকির নায়েকের সফরসূচি, অনুষ্ঠানস্থল, সময়সূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে পারব।”
ড. জাকির নায়েক বহু বছর ধরে ইসলামী দাওয়াত, যুক্তি ভিত্তিক ধর্মীয় বিশ্লেষণ ও আন্তঃধর্মীয় সংলাপের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাঁর আগমনকে ঘিরে বাংলাদেশে ইসলাম প্রেমী সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
চলতি বছরের সবচেয়ে আলোচিত ধর্মীয় আয়োজন হতে যাচ্ছে এই অনুষ্ঠান, যেখানে হাজারো মানুষ ড. জাকির নায়েককে সরাসরি দেখার ও তাঁর কথা শোনার সুযোগ পাবেন।