মাসুম পাঠান:
১২ অক্টোবর (রোববার) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবিতে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে পুলিশের হামলায় আহত ফেকামারা ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. কাজল মিয়াকে দেখতে তাঁর নিজ বাসভবনে যান কটিয়াদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কাশেম বিপ্লব, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, করগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব, হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, কটিয়াদী উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মাসুম পাঠান, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ সরকার ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আহত শিক্ষক মো. কাজল মিয়াসহ সকল আহত শিক্ষকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা।