ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আইসিটি
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. চাকরি
  9. জাতীয়
  10. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  11. ধর্ম ও ইসলাম
  12. প্রকৃতি ও পরিবেশ
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় জামায়াতে যোগ দিল বিএনপি’র ৪০০ নেতাকর্মী

প্রতিবেদক
editor
অক্টোবর ১৫, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী সভায় বিএনপি’র ৪ (চার) শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির সভাপতিত্বে আলমডাঙ্গার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল।

সভায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় চার শতাধিক বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।