ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলের সিএনজি চালক জামাল নিখোঁজ; স্ত্রীর থানায় জিডি

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ১৫, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইলের মোঃ জামাল উদ্দিন (৫০) নামের এক সিএনজি চালক নিখোঁজ হয়েছেন। তাঁর নিখোঁজের বিষয়ে (১৫ অক্টোবর) নান্দাইল মডেল থানায় জিডি করেছেন তাঁর স্ত্রী মোছাঃ সালমা আক্তার। সিএনজি কিনার জন্য তাঁর নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার জন্য রওনা হইয়া আর বাড়িতে ফিরে নাই।

নিখোঁজ হওয়া ব্যক্তির স্ত্রী সালমা জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরিয়া সিএনজি চালাইয়া জীবিকা নির্বাহ করিতেছে। গত (৮ অক্টোবর ২০২৫) তারিখে সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকার সময় পুরাতন সিএনজি কিনার জন্য ঢাকার উদ্দেশ্যে নিজ বাড়ি হতে রওনা হইয়া যাইয়া আজ পর্যন্তও নিজ বাড়িতে ফিরিয়া আসে নাই। আমার স্বামীর সাথে থাকা মোবাইল নং-01942288538 বৰ্তমানে বন্ধ আছে। এই ব্যাপারে আমার বাড়ির লোকজন সহ নিকট আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করিয়া কোন সন্ধান পাই নাই।

নিখোঁজ হওয়া ব্যক্তির বর্ণনা: নাম- মোঃ জামাল উদ্দিন, বয়স আনুমানিক ৫০ বৎসর, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, মাথার চুল লম্বা সম্ভাব্য ১ ইঞ্চি, পড়নে নীল রঙ্গের শার্ট ও চেক লুঙ্গি ছিল। যে কেউ সন্ধান পেয়ে থাকলে তাঁর স্ত্রী মোছাঃ সালমা আক্তার, মোবাইল নং – ০১৯২৪৭৯৮৮৬৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Facebook Comments Box