মোঃ স্বপন হোসেন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় সদরের শহীদী মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও হয়বত নগর এ.ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমীর ও কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি
ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আজিজুল হক কাজল, প্রচার সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি এবং এগারোসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফকির মাহবুবুল আলম।
নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ— এগুলোই আজ গণমানুষের দাবি।”
তিনি আরও বলেন, “সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তবে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে।” এ সময় তিনি সরকারের প্রতি শান্তিপূর্ণভাবে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।