নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবী পূরণ করছে অন্তরবর্তীকালীন সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব মোসা: শরীফুন্নেছা এঁর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শিক্ষকদের দাবী বাস্তবায়িত হচ্ছে।
এ বিষয়ে অন্তরবর্তীকালীন সরকার প্রফেসর ড. ইউনুস এঁর ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখ করেন-
সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।