ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের

প্রতিবেদক
editor
অক্টোবর ২১, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামদী আলুস্টোর বাজার এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

প্রায় ২৭ কিলোমিটার সড়কের দুই পাশের সওজের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন উচ্ছেদ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক, পাকুন্দিয়া সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলাম, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া ও উপজেলা ভূমি অফিসের নাজির মাহবুবুর রহমানসহ সেনা ও পুলিশ সদস্যরা এ কাজে সহযোগিতা করেন।

উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।

স্থানীয়রা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিল এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল। উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগাধীন কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-টোক-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা থেকে টোক বাজার পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক সপ্তাহ আগে থেকে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করা হয়। এতে অবৈধ দখলকারীরা কর্ণপাত না করায় এ অভিযান পরিচালনা করা হয়।