নিজস্ব প্রতিবেদক:
‘নিরাপদ সড়ক চাই, জীবনের অগ্রাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোঃ দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহজাহান, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল হক উজ্জ্বল, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।