ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে রিক্সা চালিয়ে স্বাবলম্বী আনেস খান

প্রতিবেদক
editor
অক্টোবর ২২, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামের আনেসের স্থায়ী বাড়ি ফরিদপুর জেলার শিবচর নারিকেলবাড়ি গ্রামেএক কৃষক পরিবারের জন্মগ্রহণ করেন। নিজ বাড়ির নিজের ঘরটি ছাড়া অন্য কোন জায়গা জমি না থাকায় পরের জমি চাষ করে কোন রকম দিনাতিপাত করছিলেন।

দিন দিন অভাব অনটন বাড়ার কারণে নিজের স্থায়ী বাড়ি ছেড়ে ১৯৮০ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাহানাবাদ এলাকায় চলে আসেন এবং একজনের বাড়িতে আশ্রয় নিয়ে রিক্সা চালনা শুরু করেন। প্রথম দিকে রিক্সার আয়ে চলতো তাদের সংসার। আস্তে আস্তে আয়ের উৎস বাড়লে বাড়তি টাকা সঞ্চয় করতে থাকেন তার সাথে কিছু টাকা ঋণ করে বড় ছেলেকে বিদেশ পাঠান। এরপর তাকে আর পিছনে দিকে তাকাতে হয়নি।

ছেলের আয়ের টাকা নিজের রিকশা চালিত আয়ের টাকা দিয়ে ছোট ছেলেকে বিদেশ পাঠান। দুই ছেলে ও নিজের রোজগারের টাকায় কিছু জমি ক্রয় করে ঘর নির্মাণ করেন। ঘর উঠানোর পরে বাকি জমিতে সবজি চাষ করেন। ছেলেদের এও নিজের উপর দিত অর্থ দিয়ে তিন মেয়েকে বিবাহ দিয়েছেন মেয়েরাও তাদের পরিবার পরিজন নিয়ে সুখে আছেন।

তিনি রিক্সাচালানো ছেড়ে দিয়ে বাড়িতে সবজির বাগান করেন। সবজি বাগানের সবজি তার সংসারে ব্যবহার করার পর ওউদ্বৃত্ত থাকে তা তিনি বাজারে বিক্রয় বাড়তি আয় করেন।

তিনি জানান- মানুষের আচ্ছা শক্তি ও শ্রমও সততার মাধ্যমে কাজ করলে আল্লাহর সহায়থাকলে একদিন না একদিন স্বাবলম্বী হবে যা তিনি প্রমাণ পেয়েছেন ।