ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে আগুনে সর্বস্ব হারানো মতি মিয়াকে নতুন ঘর দিল জামায়াত

প্রতিবেদক
editor
অক্টোবর ২৩, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের এক হতদরিদ্র মো. মতি মিয়া নামের এক ব্যক্তির বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটি পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বসতঘরের স্থানে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে পাইকশা গ্রামের মো. মতি মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘর ও আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন মতি মিয়া ও তার পরিবারের লোকজন।

ঘটনার পর কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রহমত আলী আকন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান প্রমুখ।

সর্বস্ব হারা মতি মিয়া বলেন, আমরা ভেবেছিলাম জীবনে আর দিন ঘর তুলতে পারব না। জামায়াতের ভাইয়েরা আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।