মোঃ গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা সংবাদদাতা:
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনসাধারণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ জনগণ, সমাজ সেবক, গান্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ইমাম সহ বিভিন্ন পেশার লোকজন সমসাময়িক সমস্যা এবং থানার বিভিন্ন বিড়ম্বনার কথা তুলে ধরেন। পরিপ্রেক্ষিতে থানার অফিসার্স ইনচার্জ সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। থানার সেবা নিতে গিয়ে কোন নাগরিক কোন সমস্যার সম্মুখীন হলে ওসি সাহেবের কাছে তা জানালে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জনগনের সহায়তার পাবার আহবান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, মাদক, মোবাইল জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ডাকাতি রোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানের গতিবিধির দিকে খেয়াল রাখতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোহাগদল, সুটিয়াকাঠী এবং বলদিয়া ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রচেষ্টা চলছে আপনারা একটি স্বতন্ত্র জায়গা খুঁজে বের করে দিতে পারলে যত দ্রুত সম্ভব ফাঁড়িস্থাপন করা যাবে। এছাড়াও সুটিয়াকাটি ইউনিয়নের অন্তর্গত মিয়ার হাট বন্ধরের চুরির ঘটনা রোধের জন্য এবং চোর সনাক্তে সহজীকরণে সিসি ক্যামেরা স্থাপনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
নেছারাবাদ থানা ইনচার্জ বনি আমিন এর সভাপতিত্বে বিট পুলিশিং সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ পুলিশ সার্কেল সাবিহা মেহরুবা, থানার তদন্ত কর্মকর্তা রাধেশ্যাম সরকার, এসআই নাসির, এএসআই আল-আমিন, এএসআই আল-আমিন হোসেন এবং কিছু পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার মোঃ মাসুদ।

