ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্লান বিষয়ে পর্যালোচনা সভা

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকা উপজেলার উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ভৌত অবকাঠামো বিভাগ এম. এ. আকমল হোসেন আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ-আল-মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মো. হায়দার আলী, উপ-প্রধান দেবোওম সান্যাল, উপপ্রধান প্রিয়াংকা দত্ত, সওজ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী,সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হুমায়ুন কবিরসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, সকল ইউনিয়নের প্রশাসক, ভালুকা পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ভালুকা উপজেলার টেকসই ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে একটি বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন সময়ের দাবি। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উপজেলার অবকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা ও কর্মপরিকল্পনা করা হয়। এরমধ্যে- ভালুকায় ৪ টি ফুট ওভার ব্রীজ নির্মাণ, সওজের রাস্তাগুলোর সঠিক ব্যবস্থাপনা, এলজিইডির আইডিভুক্ত রাস্তা থেকে সর্বাধিক পরিমাণ রাস্তা দ্রুত নির্মাণ করা, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরি করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, এলজিইডির যে সকল রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলোর মেনটেন্স, নারী কর্মজীবী মহিলাদের জন্য “কর্মজীবী নারী হোস্টেল” নির্মাণ, সরকারি উদ্যোগে স্বাদু পানির মাছের হ্যাচারি নির্মাণ ও ল্যাব নির্মাণসহ নানান খাতে ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

Facebook Comments Box