ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে অ্যাড. রেজাউল ইসলাম নিয়োগ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ৪, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

আমীর হামজা, খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Assistant Attorney General (সহকারী অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের কৃতি সন্তান, তরুণ আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট রেজাউল ইসলাম। তিনি বর্তমানে খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা-এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্যে খোকসা উপজেলার সর্বস্তরের মানুষ, সহকর্মী আইনজীবী এবং প্রবাসী খোকসাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

অ্যাডভোকেট রেজাউল ইসলাম তার পেশাজীবনে সততা, নিষ্ঠা, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই আইনি মহলে নিজের অবস্থান দৃঢ় করেছেন। একজন দায়িত্বশীল আইনজীবী হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবসময় নিরলসভাবে কাজ করে আসছেন। সরকারের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার পর তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন— “এই নিয়োগ আমার জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে এটি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করব দেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে।”

তাঁর এই অর্জনে খোকসা উপজেলার সর্বত্র বইছে অভিনন্দনের ঢেউ। স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ সকলেই তার প্রতি শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box