মো: একরামুল হক, হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট ইউনিক কনফারেন্স হলে Intellectual Research Forum (IRF)-এর উদ্যোগে লেখক ও গবেষক মানছুর ইবনে সাবেরের রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জ্ঞানই মানবজাতির শ্রেষ্ঠ সম্পদ, বই হচ্ছে সাদকায়ে জারিয়া— যা মৃত্যুর পরও মানুষের জন্য কল্যাণ বয়ে আনে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সায়েন্স অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, Green Health Hospital-এর মেডিক্যাল অফিসার ও IRF Publications-এর সিইও ডা. ওসমান, চাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারিস মাতব্বর, এবং চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি মুহাম্মাদ ইব্রাহিম হোসেন রনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন IRF Publication-এর ব্যবস্থাপনা পরিচালক ও লেখক মানছুর ইবনে সাবের, এবং সঞ্চালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রভাষক মো. মনির হোসেন।
বক্তারা বলেন, সমাজে জ্ঞানচর্চা ও ইসলামী মূল্যবোধ বিস্তারে লেখকের প্রচেষ্টা প্রশংসনীয়। তাঁর লেখাগুলো তরুণ প্রজন্মকে চিন্তাশীল ও সৃষ্টিশীল পথে অনুপ্রাণিত করবে।
সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “এই তরুণ বয়সে লেখকের তিনটি বই রচনা প্রশংসার দাবিদার। তাঁর লেখনী তরুণ সমাজের জ্ঞানের তৃষ্ণা মেটাবে।”
ড. আবুল কালাম বলেন, “কুরআনের প্রথম আয়াতেই পড়ার নির্দেশ এসেছে। জ্ঞানই হচ্ছে সেই শক্তি, যা মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।”
ডা. ওসমান বলেন, “আজকের সমাজে শুধু ইসলামিক নয়, সৃজনশীল বইয়ের প্রচারও প্রয়োজন। বই সমাজে আলোর দিশা দেখায়।”
লেখক মানছুর ইবনে সাবের বলেন,
“আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু জ্ঞান, লেখনী ও সৎকর্ম চিরকাল বেঁচে থাকবে। আমার লেখালেখির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে তাঁর রচিত তিনটি বই—
‘মানুষ সৃষ্টির সূচনা’, ‘ইসলামী আন্দোলনের বিপ্লব ও ব্যর্থতা’ এবং ‘বদনজর: কুরআন ও সুন্নাহর আলোকে’—এর ওপর আলোচনা হয়। বক্তারা বলেন, বইগুলো তরুণ সমাজের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক বোধ জাগ্রত করবে।
অনুষ্ঠানের শেষে IRF-এর উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দিন পাটোয়ারী মোনাজাত পরিচালনা করেন। বক্তারা লেখকের জন্য দোয়া করেন, যেন তাঁর লেখনী সমাজে জ্ঞানের আলো ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়।

