ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

৪৪ প্রতিষ্ঠানের দায়িত্বে এক এসিল্যান্ড

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৯, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

মাসুম পাঠান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা একাই ৪৪টি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ চারটি দপ্তর হলো—উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পাশাপাশি তিনি উপজেলার প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করছেন।

জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হলে তাদের দায়িত্ব উপজেলা প্রশাসক হিসেবে দেয়া হয়। পরবর্তীতে পৌর মেয়রকেও অপসারণ করা হলে ওই দায়িত্ব অর্পণ করা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর ওপর। এরপর বদলীজনিত কারণে গত ১০ নভেম্বর  উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন এসিল্যান্ড লাবনী আক্তার তারানার কাছে। ফলে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি পৌর প্রশাসক ও এসিল্যান্ড—এই চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব এখন তার একার কাঁধে।
এছাড়া সরকার পরিবর্তনের পর উপজেলার  স্কুল, কলেজ ও মাদ্রাসার সভাপতিদের অপসারণ করে ইউএনওকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে ইউএনও না থাকায় ওই দায়িত্বও পালন করছেন এসিল্যান্ড। ফলে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও যুক্ত হয়েছে তার ওপর।

লোকবল সংকট ও অতিরিক্ত দায়িত্বের কারণে সময়মতো সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের  মো. রমজান আলী জানান, এসিল্যান্ড একাই এতগুলো দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। এ কারণে আমরা সময়ে সেবা পাচ্ছি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, নিয়ম অনুযায়ী চারটি গুরুত্বপূর্ণ দপ্তরসহ মোট ৪৪টি প্রতিষ্ঠানের দায়িত্ব পড়েছে আমার ওপর। সর্বোচ্চ চেষ্টা করছি সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনার। তবে চাপ অনেক বেশি। ইউএনও যোগদান করলে দায়িত্ব কিছুটা লাঘব হবে।

Facebook Comments Box