ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রহমান, কিশোরগঞ্জ থেকে:

কিশোরগঞ্জ বৈলাই পূর্ব ভারাটি হাজী আব্দুল খালেক ফিজুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াতে অংশগ্রহণ করা বিজয়ীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।

মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ আজিজুল ইসলামের সঞ্চালনায় হাফেজ মোঃ আলাদিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও প্রধান অতিথির আসনগ্রহণকারী মোঃ মতিউর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাদ্রাসার সেক্রেটারি মোঃ মোস্তফা কামাল, প্রধান বক্তা হিসেবে মাদ্রাসার মহাপরিচালক ও মুহতামিম হাফেজ মোঃ আব্দুল আউয়াল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকালে ৮ ঘটিকায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। টানা দুই ঘণ্টায় তেলাওয়াত পরিবেশন করে ১২ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে নির্ধারিত হন। এসময় বিজয়ী প্রতিযোগীদের হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box