ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেল কুলিয়ারচরের নাজনীন আক্তার

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে মোছা. নাজনীন আক্তার। সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছাত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনাবাড়ী গ্রামের নাজমুল হুদা ও মজিদা খাতুন দম্পত্তির মেয়ে। তার পিতা বর্ডার গার্ড বাংলাদেশ -এ কর্মরত। সে বীর মুক্তিযোদ্ধা মরহুম মহরম আলী ও কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়ার নাতনী।

গত ১২ ডিসেম্বর শুক্রবার ঢাকা ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। গত ১৪ ডিসেম্বর রোববার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে মোছা. নাজনীন আক্তার ৭৯.৫০ নম্বর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

এর আগে সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে এসএসসি’তে উত্তীর্ণ হয়েছে এবং চলতি ২০২৬ সালে একই ভাবে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে এইচএসসি’তে উত্তীর্ণ হয়।

নাজনীন আক্তার বলেন, মা-বাবা ও শিক্ষকদের সর্বাত্মক প্রচেষ্টায় আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমি ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হতে চাই।

নাজনীন আক্তারের পিতা নাজমুল হুদা ও মাতা মজিদা খাতুন বলেন, আমাদের মেয়ের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে সে ভালো রেজাল্ট করবে। আমাদের মেয়ে আমাদের আশা পূরণ করেছে। তার ফলাফলে আমরা অত্যান্ত খুশি। পড়াশুনায় আমাদের মেয়ের আগ্রহ ছিলো বেশ। তারা তাদের মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. আবু সাঈদ বলেন, আসলে মেয়েটা খুব মেধাবী। আমাদের কলেজ থেকে ভালো ফলাফল করেছে। এর আগেও এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন-৫ পেয়েছে সে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Facebook Comments Box