স্টাফ রিপোর্টার:
পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ”নতুন কুঁড়ি পাবলিক স্কুল”-এ ২৭/১২/২৫ খ্রি. (শনিবার) ২০২৫ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সহকারী শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু করা হয়।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, উক্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমরা আনন্দিত। শিক্ষকদের দায়িত্বশীল আচরণ এবং ক্লাসে যেকোনো সমস্যার সহজ সমাধান পেয়ে আমরা আমাদের স্বপ্নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।
অভিভাবকগণ তাঁদের বক্তব্যে বলেন – আমরা আমাদের ছেলে-মেয়েদের পড়ালেখা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আলহামদুলিল্লাহ বর্তমানে আমার সেই চিন্তা আর নেই কারণ অল্প খরচে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান পেয়েছি।

অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক কিছু কথা দেয় । সে দিক থেকে ” নতুন কুঁড়ি পাবলিক স্কুল” ব্যতিক্রম। স্কুল কর্তৃপক্ষ যা কথা দেন তা সর্বোচ্চটা রাখার চেষ্টা করেন এবং রাখেন।
অভিভাবক সদস্য জনাব আজম খাঁন বলেন, আমরা উক্ত প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য যা করা দরকার তাই করবো। কারন এমন দায়িত্বশীল প্রতিষ্ঠানের জন্য আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য স্বপ্ন দেখতে পারছি। আমার দৃঢ় বিশ্বাস উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলে-মেয়েরা মানুষের মত মানুষ হয়ে বের হবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম শান্ত উনার বক্তব্যে বলেন – বর্তমান সময়ে ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলা একটু কঠিন হয়ে পড়েছে। তার অন্যতম প্রধান কারণ হলো মোবাইল ফোন। তিনি অভিভাবকগণকে তাদের ছেলে-মেয়েদের হাতে প্রয়োজন ছাড়া মোবাইল ফোন না দেওয়ার পরামর্শ দেন। সকাল থেকে ধর্মীয় কাজ এবং এবাদত করে পড়তে বসার পরামর্শ দেন। সেই সাথে সকল অভিভাবকদের তাঁদের নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করেন এবং কুরআন ও হাদীসের দলীল দিয়ে সঠিক পথে চলার আহ্বান জানান।

তিনি আরো বলেন, কারো সফলতা দেখে হিংসা না করে নিজে চেষ্টা করে অন্যদের থেকে ভালো করতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবেনা।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মালিক পক্ষ তোফাজ্জল হোসেন ওয়াসিম,সহকারী প্রধান শিক্ষক ও মালিক পক্ষ সুমন সরকার, মালিক পক্ষ ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক মাসুদা হক, অভিভাবক সদস্য দুলাল মিয়া প্রমুখ।

