আরিফ রববানী, ময়মনসিংহ থেকে:
ময়মনসিংহ জেলার সেরা এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা এই উপলক্ষ্যে সোমবার বিকেলে জেলা প্রশাসকের হল রুমে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা নির্বাচিত শ্রেষ্ঠ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
ময়মনসিংহ সদরে ভূমি সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখার জন্য জেলায় ২য় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। ভূমি সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা, নিষ্ঠা ও সেবার মান বৃদ্ধিতে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং, দ্রুত সেবাদান, ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর ব্যবহার এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করেছেন।
জেলা প্রশাসনের এই স্বীকৃতি তার কর্মদক্ষতা, মেধা ও পেশাগত দায়িত্ববোধের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই অর্জন ভূমি সেবাকে আরও নাগরিকবান্ধব ও স্বচ্ছ করতে তাকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহান্মদ সাইফুর রহমান এবং নজোনাল সেটেলমেন্ট অফিসার জন কেনেডি জাম্বিল, আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সার্ভেয়ারবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচার্রীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কার গ্রহণ করেন সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।
জানা যায়, সদরের এসিল্যান্ড তামান্না হুরায়রা কর্মকালীন সময়ে নগরীর পৌরসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের ই- নামজারী আবেদন রেকর্ড পরিমাণ সরকারি ভূমি উদ্ধার, ই-মিউটেশন কার্যক্রম ৯০% মিসকেস নিষ্পত্তির হার এছাড়াও রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবা গ্রহীতাদেরকে সেবা প্রদান করায় তাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার প্রাপ্তীতেও বিনয়ী সদরে এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা ভূমির মত জটিল বিষয়ে সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।

