আরিফ রববানী ময়মনসিংহ:
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে তরুণ প্রজন্মের অহংকার, সৎ, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছেন। ছাত্র রাজনীতি এবং জনস্বার্থের আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব তাকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে।
এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার তারুণ্যকে ব্যয় করেছেন ন্যায় ও বৈষম্য দূর করার সংগ্রামে। তিনি বহুলালোচিত ছাত্র ও নাগরিক আন্দোলনে ময়মনসিংহে সর্বোচ্চ নেতৃত্ব প্রদান করেছেন।জুলাই ২৪ আন্দোলনের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ নেতৃত্ব: তিনি জুলাই ২৪ (কোটা আন্দোলন)-এর অন্যতম প্রধান নেতা হিসেবে ময়মনসিংহ জেলার নেতৃত্ব দেন।
২০১৮ কোটা সংস্কার আন্দোলন: এই আন্দোলনের সময় তিনি ময়মনসিংহ জেলার আন্দোলনকারী নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার অন্যতম বিপ্লবী ছিলেন।
ছাত্র আন্দোলনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও এটিএম এডভোকেট এটিএম মাহবুব উল আলম একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তিনি এনসিপি-এর ময়মনসিংহ জেলা শাখার অন্যতম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনলবর্ষী বক্তা: তিনি একজন সৎ, সাহসী, যোগ্য ও অনলবর্ষী বক্তা হিসেবে পরিচিত, যিনি নির্ভীকভাবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন।
তরুণ এই নেতা মনে করেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সৎ ও প্রতিবাদী তারুণ্যের হাতেই এলাকার ভবিষ্যৎ সুরক্ষিত। তিনি জনসেবা এবং ময়মনসিংহ-৭ আসনের সামগ্রিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। তার মনোনয়ন প্রত্যাশার মূল ভিত্তি হলো সৎ সাহস ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব। তিনি বলেন-আমি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সারাজীবন প্রতিবাদ করে এসেছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি এলাকার মানুষের কাছে একটি বৈষম্যহীন সমাজ এবং স্বচ্ছ প্রশাসন উপহার দিতে চাই। শাপলা কলি প্রতীক নিয়ে আমি ত্রিশালের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।” এডভোকেট এটিএম মাহবুব উল আলম ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে তরুণ নেতা হিসাবে মনোনয়ন প্রত্যাশা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

